শিরোনাম

South east bank ad

সড়ক দুঘর্টনায় পুলিশের এ এস আইসহ নিহত ও আহত

 প্রকাশ: ১৬ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

আব্দুর রহমার, (নেত্রকোনা):

ত্রকোণা জেলার কলমাকান্দা-লেঙ্গুড়া সড়কের ফুলবাড়িয়া নামক স্থানে বুধবার বিকালে সড়ক দুর্ঘটনায় পুলিশের এ এস আইসহ দুই জন নিহত একজন গুরুতর আহত হয়েছেন।স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার লেঙ্গুড়া ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী ফুলবাড়িয়াস্থ সাত শহীদের সমাধিস্থলে বেড়ানো পর আজ (১৬ ফেব্রুয়ারি) বুধবার বিকাল ৪টার দিকে মোটর সাইকেলযোগে ফিরে আসার পথে ফুলবাড়িয়া বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে দুই পুলিশ সদস্য নিহত হন।

গুরুতর আহত সুমনকে (২৩) দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতরা হচ্ছেন নেত্রকোনা পুলিশ লাইনস্ ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের এ এস আই জহিরুল ইসলাম সবুজ (৪৬) ও মোহাম্মদ ইনচঁান (৩০)। তাদের তিন জনের বাড়ী শেরপুর জেলার নকলা উপজেলার পোলাবেশ গ্রামে।

নেত্রকোনার পুলিশ সুপার আকবর আলী মুনসী এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহতদের মৃতদেহ কলমাকান্দা থানায় নিয়ে আসা হয়েছে। ময়না তদন্তের পর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: