পুলিশ কর্তৃক টাকার জাল নোট সহ আসামী গ্রেফতার
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
গত ১৫/০২/২০২২ইং তারিখ এসআই(নিঃ)মোঃ নিহারেন্দু তালুকদার, এসআই(নিঃ) মোঃ আসাদুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ জালালাবাদ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে অত্র জালালাবাদ থানাধীন তেমূখী সাহেবেরগাঁও সাকিনস্থ ডাচ্ বাংলা ব্যাংকের অভ্যন্তর হতে আসামী ১। আব্দুল আলীম শামীম (২৯), পিতা-মৃত আব্দুস সোবহান, মাতা-মোছাঃ শরীফুল নেছা, সাং-শিমুলতলা নোয়াগাঁও (রাজনগর), থানা-কোম্পানীগঞ্জ, জেলা-সিলেটকে গ্রেফতার পূর্বক তার হেফাজত হতে (১) ঙঙ ৫২০৭৯৫০ সিরিয়ালের কথিত ০৬ (ছয়) টি ৫০০/-(পাঁচশত) টাকার নোট ৩০০০/-(তিন হাজার) টাকা, (২) ঙঙ ৫২০৭৯৫৭ সিরিয়ালের ০৩টি (তিন)টি কথিত ৫০০/-(পাঁচশত) টাকার নোট ১৫০০/-(এক হাজার পাঁচশত) টাকা, ৩। ঙঙ ৫২০৭৯৫৯ সিরিয়ালের ০১(এক)টি কথিত ৫০০/-(পাঁচশত) টাকার নোট ৫০০/-(পাঁচশত) টাকা। সর্বমোট ৫০০০/-(পাঁচ হাজার) টাকার জাল নোট উদ্ধার পূর্বক ইং ১৫/০২/২০২২খ্রিঃ তারিখ ১৩.০৫ ঘটিকার সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
এই সংক্রান্তে এসআই(নিঃ)/নিহারেন্দু তালুকদার বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে জালালাবাদ থানার মামলা নং-১৭, তারিখ-১৫/০২/২০২২খ্রিঃ, ধারা- ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন এর ২৫-A রুজু করা হয়।
উক্ত আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণের বিষয়টি প্রক্রিয়াধীন। বিষয়টি জনাব মোঃ নাজমুল হুদা খান, অফিসার ইনচার্জ, জালালাবাদ থানা, এসএমপি,সিলেট নিশ্চিত করেন।