৮দফা দাবিতে ইবতেদায়ী শিক্ষকদের মাববন্ধন ও স্মারকলিপি প্রদান
মোঃ রাজু খান, (ঝালকাঠি):
মুজিব শতবর্ষে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা এমপিওভুক্ত করণসহ ৮দফা দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে।
গতকাল (১৫ ফেব্রুয়ারি) মঙ্গলবার প্রেসক্লাবের সামনের সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোট।
এতে বক্তৃতা করেন সংগঠনের আহ্বায়ক মাওলানা মো. আব্দুস সালাম, সদস্য সচিব হাফেজ মাওলানা মো. হান্নান হোসেন, শিক্ষক নেতা মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা জাহিদুল ইসলাম, আলী আহমাদ খান, হাসান মাহমুদ, বেলায়েত হোসেন, মো. হাবিবুর রহমান, মাওলানা ইলিয়াস শাহ, মাওলানা মো. মিজানুর রহমান, মাওলানা মো. মোস্তাফিজুর রহমান, মো. মনিরুজ্জামান, মাওলানা জাকারিয়া, মো. আব্দুল্লাহ, মাওলানা মোহাম্মদ শাহজাহান, মাওলানা রহমাতুল্লাহ, মাওলানা সাইদ প্রমুখ। পরে নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারক লিপি প্রদান করেন।
দাবীসমূহ হলো, প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাসমূহ জাতীয়করণ/ এমপিওভুক্তকরণ, নীতিমালা -১৮ বাস্তবায়ন, ডাটা বেইজ চুড়ান্ত, পাঠদানের অনুমতির স্থগিতাদেশ প্রত্যাহার, রেজিস্ট্রেশনপ্রাপ্ত কোড বিহীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাগুলো মাদ্রাসা বোর্ডেও কোর্ডেও অন্তর্ভূক্ত করণ, শিক্ষাথর্ীদের উপবৃত্তির ব্যবস্থা, অফিস সহায়কের পদ সৃষ্টি, প্রাথমিক সমাপনী পরীক্ষার অটোপাশের প্রজ্ঞাপন জারী।
অচিরেই এ দাবি মানা না হলে আগামী ৬মার্চ জাতীয় প্রেসক্লাবের সামনে মানবন্ধন ও অবস্থান ধর্মঘট পালনের ঘোষণাও দেন নেতৃবৃন্দ।