মাদকসহ আটক দুই কারবারি
মোঃ জামাল হোসেন, (যশোর):
যশোরের বেনাপোল সীমান্ত থেকে পৃথক অভিযানে দুই কেজি গাঁজা, দুই বোতল বিদেশী মদ ও ৮ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
গতকাল সোমবার (১৪ ফেব্রুয়ারী) সন্ধ্যায় পৃথক দুটি অভিযানে তাদের আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
আটককৃতরা হলো, বেনাপোল পোর্ট থানার ঘিবা ২ নং দক্ষিনপাড়ার মুজিবার রহমানের ছেলে আলমগীর হোসেন (৪০) ও গাতিপাড়া গ্রামের ফজলুর রহমানের ছেলে জনি হোসেন (২৬)।
পুলিশ জানায়, মাদক পাচারকারীরা মাদকের চালান পাচার করছে, এমন গোপন তথ্যের ভিত্তি বেনাপোল পোর্ট থানার এসআই মাসুম বিল্লাহ এর নেতৃত্বে পুলিশ আলমগীরের নিজ বসত ঘরের খাটের নিচে হতে দুই কেজি গাঁজাসহ তাকে আটক করে।
অপর এক অভিযানে, গাতিপাড়া গ্রামের এতিমখানা মোড় এলাকায় অভিযান চালিয়ে দুই বোতল বিদেশী মদসহ জনিকে আটকসহ পরিত্যক্ত অবস্থায় ৮ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভুঁইয়া জানান, এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় মাদক আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।