যত বড় শত্রুতাই থাক আলোচনার বিকল্প নেই: কৃষিমন্ত্রী
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
যত বড় সমস্যা বা শত্রুতাই থাক আলোচনার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।
মঙ্গলবার দুপুরে সিলেট সার্কিট হাউসে অত্র অঞ্চলের কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন দফতরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
সার্চ কমিটিতে নাম না দিয়ে বিএনপি আবারো ভুল করেছে বলে মন্তব্য করে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, বিএনপি যে সিদ্ধান্ত নিয়েছে তা সম্পূর্ণ অরাজনৈতিক, তবে যারা নাম দিয়েছেন তাদের মধ্য থেকে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন করা হবে। কারণ, সরকার চায় একটি গ্রহনযোগ্য নির্বাচন।
তিনি বলেন, ২০১৪ সালে নির্বাচনে অংশ না নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করে, পুড়িয়ে মানুষ হত্যা করে দেশের অনেক ক্ষতি করেছে বিএনপি। তাদেরও ক্ষতি হয়েছে।
তবে বিএনপি নির্বাচনে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন ড. মো. আব্দুর রাজ্জাক।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীমা শাহরিয়ার, সিলেট বিভাগীয় কমিশনার ড. মোশাররফ হোসেন প্রমুখ।