ধর্ষণে ব্যর্থ হয়ে গৃহবধূকে পিটিয়ে জখম
প্রদীপ মোহন্ত, (বগুড়া):
বগুড়ার ধুনটে ধর্ষণে ব্যর্থ হয়ে নুর মোহাম্মাদ (২০) নামে মাদকাসক্ত বখাটে দুই সন্তানের জননী এক গৃহবধূকে পিটিয়ে জখম করেছে। এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী বাদি হয়ে বখাটের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছে। উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের রামকৃষ্ণপুর দতপাড়ায় এ ঘটনা ঘটে।
গতকাল সোমবার দুপুরের দিকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ওই গৃহবধূর সঙ্গে কথা বলে জানা যায়,(১৪ ফেব্রুয়ারি) উপজেলার রামকৃষ্ণপুর দতপাড়ার মোস্তাফিজার রহমানের ছেলে বখাটে নুর মোহাম্মাদ (২০) এলাকার চিহ্নিত মাদকসেবী। দীর্ঘদিন ধরে প্রতিবশী ওই গৃহবধূকে কু-প্রস্তাব দেয় নূর মোহাম্মাদ। কিন্তু গৃহবধূর কোন সাড়া দেননি। এতে নুর মোহাম্মাদ গৃহবধূর উপর ক্ষুব্ধ হয়।
এক পর্যায়ে ১২ ফ্রেরুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কৌশলে ওই গৃহবধূর ঘরে প্রবেশ করে নুর মোহাম্মাদ। এ সময় ওই বাড়িতে অন্য লোকজন ছিল না। এ সুযোগে বখাটে নুর মোহাম্মাদ ওই গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করে। কিন্ত ধর্ষণে ব্যর্থ হয়ে গৃহবধূর লোহার রড দিয়ে পিটিয়ে জখম করে। এসময় গৃহবধূর হাতের আঙ্গুল ভেঙে যায়। গৃহবধূর চিৎকারে তার স্বজনরা ঘটনাস্থলে পৌছে গৃহবধূকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ঘটনায় গৃহবধূর স্বামী বাদি হয়ে ১৩ ফ্রেব্রুয়ারি (রবিবার) বাদি হয়ে বখাটে নুর মোহাম্মাদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছে। এ ঘটনার পর থেকে নুর মোহাম্মাদ পলাতক রয়েছে। এ কারণে এ বিষয়ে তার কোন বক্তব্য পাওয়া যায়নি।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, গৃহবধূর স্বামীর দেওয়া অভিযোগটি তদন্তের জন্য একজন পুলিশ কর্মকর্তাকে (এস আই) দায়িত্ব দেওয়া হবে। তার তদন্ত প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।