শিরোনাম

South east bank ad

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব আমিনুল ইসলাম

 প্রকাশ: ১৪ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে যোগ দিয়েছেন মো. আমিনুল ইসলাম খান।

গতকাল (১৩ ফেব্রুয়ারি) রোববার বিকেল ৪টায় তিনি মন্ত্রণালয়ে আসেন। এ সময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন তাকে অভ্যর্থনা জানান।

পরে মন্ত্রণালয়ের সভাকক্ষে পরিচিতি সভায় প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী নতুন সচিবকে স্বাগত জানিয়ে বলেন, নতুন সচিব তার মেধা, প্রজ্ঞা, বুদ্ধি, বিবেচনাবোধ দিয়ে সুন্দরভাবে মন্ত্রণালয় পরিচালনা করবেন এবং প্রাথমিক শিক্ষার প্রতি বর্তমান সরকারের সর্বোচ্চ গুরুত্বারোপের বিষয় বিবেচনায় আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে কাজ করবেন।

সচিব আমিনুল ইসলাম খান বলেন, প্রাথমিক শিক্ষা জাতির ভিত রচনা করে, শিশুর আগামীর পথচলা নির্দেশ করে, জাতির উন্নতি ও অগ্রগতি প্রাথমিক শিক্ষার বহুলাংশে নির্ভরশীল। তাই প্রাথমিক শিক্ষার গুণগতমানের সঙ্গে আপস করা চলবে না। এজন্য শিক্ষকদেরও যথাযথ প্রশিক্ষণ দিতে হবে। তিনি মন্ত্রণালয়ের সবার সহযোগিতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন- প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মো. মনসুরুল আলম, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু বকর সিদ্দিক, রুহুল আমিন, ও মোশাররফ হোসেন, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক আতাউর রহমানসহ মন্ত্রণালয় ও অধীন সংস্থাগুলোর ঊধ্বর্তন কর্মকর্তারা।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: