জালালাবাদ থানা পুলিশ কর্তৃক জিআর সাজা পরোয়ানা ভূক্ত আসামী গ্রেফতার
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
গতকাল (১৩/০২/২০২২ইং) তারিখ টিম জালালাবাদ থানা এর নেতৃত্বে এএসআই(নিঃ)মোঃ রেজাউল করিম, এএসআই(নিঃ) আব্দুস সালাম সঙ্গীয় ফোর্সের সহায়তায় জিআর সাজা পরোয়ানাভুক্ত আসামী ১।
সুরুজ আলী (৩৭), পিতা-মৃত জহুর আলী, সাং-সোনালী -১৭, ধামালীপাড়া, ০৬নং ওয়ার্ড, থানা- জালালাবাদ জেলা-সিলেটকে তার বসত বাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়।
আসামীর বিরুদ্ধে জালালাবাদ থানায় জিআর-২৮/১৭ মূলতবী ছিল। উক্ত আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণের বিষয়টি প্রক্রিয়াধীন। বিষয়টি জনাব মোঃ নাজমুল হুদা খান, অফিসার ইনচার্জ, জালালাবাদ থানা, এসএমপি,সিলেট নিশ্চিত করেন।