ব্র্যাকের মাস্ক বিতরন
সুনান বিন মাহাবুব, (পটুয়াখালী):
পটুয়াখালীতে করোনা মোকাবেলায় সরকারের নির্দেশনাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্র্যাক ও যুক্তরাষ্ট্র ভিত্তিক দাতা সংস্থা “হ্যান্স ব্রান্ডস ইনক” পটুয়াখালী জেলা প্রশাসকের নিকট ৬৮ হাজার পরিবেশ বান্ধব সুতি কাপড়ের তৈরি মাস্ক বিতরন করেছেন।
আজ (১৩ ফেব্রুয়ারী) রবিবার দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসনের আয়োজনে এবং ব্র্যাক এর সহযোতিায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসব মাক্স গ্রহণ করেন জেলা প্রশাসক মোহাম্মাদ কামাল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হুমায়ুন কবির, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মাহাফুজুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ভিপি আবদুল মান্নান, ব্র্যাকের জেলা সমন্বয়ক মোঃ নেফাজ উদ্দিন, আঞ্চলিক ব্যবস্থাপক মাইক্রো ফিনান্স মোঃ সায়েদ আলম, আঞ্চলিক হিসাব ব্যবস্থাপক গোলাম মোর্শেদ, আঞ্চলিক ব্যবস্থাপক (আলট্রা-পুওর গ্র্যাজুয়েশন কর্মসূচি) মোঃ সোহরাব হোসেন, জেলা ব্যবস্থাপক (সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচি) মোসাঃ মোলি বেগম, এলাকা ব্যবস্থাপক (স্বাস্থ্য,পুষ্টি ও জনমংখ্যা কর্মসূচি) মোঃ হাফিজুর রহমান প্রমুখ।
এসময় তারা করোনার চলমান ঢেউ থেকে নিজেদের সুরক্ষিত রাখতে সবার মাস্ক পরা এবং সর্বপরী স্বাস্থ্যবিধি মেনে চলতে আহবান জানান।