শিরোনাম

South east bank ad

হবিগঞ্জে পুনাকের পিঠা উৎসব

 প্রকাশ: ১৩ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

নুর উদ্দিন সুমন, (হবিগঞ্জ):

হবিগঞ্জ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে পিঠা উৎসব। গতকাল শনিবার (১২ ফেব্রয়ারী) হবিগঞ্জ পুলিশ লাইন্সের পিঠা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুনাক হবিগঞ্জ জেলা কমিটির সভানেত্রী তাহেরা রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার এসএম মুরাদ আলি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শৈলেন চাকমা , অতিরিক্ত পুলিশ সুপার ( হেডকোয়ার্টার) মাহমুদুল হাসান, সদর সার্কেল মাহফুজা আক্তার শিমুল, বানিয়াচং সার্কেল পলাশ রঞ্জন দে, মাধবপুর সার্কেল মহসিন আল মুরাদ, বাহুবল সার্কেল মো: আবুল খায়ের, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো: রাসেল চৌধুরী, সাধারণ সম্পাদক মো: রাশেদ আহমেদ খান প্রমুখ। এছাড়া জেলার দশটি থানার ওসি, ও সকল থানার ইন্সপেক্টর তদন্ত এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগন। পুনাক সভানেত্রী

তাহেরা রহমান বলেন, আবহমান বাঙালি সংস্কৃতির প্রাণের উৎসব হচ্ছে পিঠা উৎসব। পিঠা ছাড়া মিষ্টি শীতের আমেজ অনুভব করা সম্ভব নয়। পিঠা এখন আর শুধু গ্রামীণ জনপদের আয়োজন নয়। শহরের মানুষের সংস্কৃতিতে পিঠা এখন অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে।

পুলিশ সুপার এসএম মুরাদ আলি বলেন, পিঠা উৎসবসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছে পুনাক। এর ফলে সামাজিক দায়বদ্ধতার জায়গাতে আমাদের প্রশান্তি তৈরি হয়েছে। এসব কার্যক্রম আমাদের কর্মপ্রেরণার উৎস যোগায়। আয়োজক সংগঠন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) নেতৃবৃন্দ জানান,এই পিঠা উৎসবে ভাপা, পাটিসাপ্টা, কুশলী, রসপিঠা, চিতই, চিকেন সামুচাসহ প্রায় ৫০ রকম পিঠা প্রদর্শন করা হয় এবং সমবেত অতিথিবৃন্দকে পিঠা পরিবেশন করা হয়।

পরে ১০ টি থানার পিঠা প্রদর্শনী ও পরিবেশনের মধ্যে প্রথম সেরা স্টল নির্বাচিত হয় বানিয়াচং থানা, দ্বীতিয় স্থান অর্জন করে লাখাই থানা এবং তৃতীয় স্থান করে নেয় নবীগঞ্জ থানা। এসময় বিজয়ীদের সম্মাননা স্মারক তুলে দেন প্রধান অতিথি পুলিশ সুপার এস এম মুরাদ আলি ও "পুনাক' সভানেত্রী তাহেরা রহমান।উৎসব শেষে 'পুলিশ সেবা সপ্তাহ ২০২২' উপলক্ষে জেলা পুলিশের আয়োজনে সাংষ্কৃতির সন্ধা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এতে,পুলিশ পরিবার সাধরে অংশগ্রহণ করে অনুষ্ঠানটি উপভোগ করে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: