শিরোনাম

South east bank ad

অর্থনৈতিক উন্নয়নে মেরিন ক‍্যাডেটদের অবদান অপরিসীম: নৌপরিবহন প্রতিমন্ত্রী

 প্রকাশ: ১৩ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

দেশের অর্থনৈতিক উন্নয়নে মেরিন ক‍্যাডেটদের অবদান অপরিসীম বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

রোববার চট্টগ্রামে বাংলাদেশ মেরিন একাডেমি ক্যাম্পাসে ৫৬ ব্যাচের ক্যাডেটদের ‘মুজিববর্ষ গ্র্যাজুয়েশন প্যারেড’ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি ।

অনুষ্ঠানে অন‍্যান‍্যের মধ‍্যে বক্তব‍্য রাখেন- নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী এবং মেরিন একাডেমির কমান্ড‍্যান্ট নৌ প্রকৌশলী ড. সাজিদ হোসেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ‍্যমে প‍্যারেড অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ মেরিন একাডেমি প্রতিষ্ঠা করেন। তারই সুযোগ‍্য কন‍্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশাল, রংপুর, পাবনা ও সিলেটে চারটি মেরিন একাডেমি প্রতিষ্ঠা করেন। সেগুলোর শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে সুনীল অর্থনীতির সোপান-সমুদ্রসীমা জয় হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় নারীদের ক‍্যাডেট হিসেবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। নারী ক‍্যাডেটদের প্রথম ব‍্যাচের ১২ জন বিএসসির ছয়টি জাহাজে কাজ করে সাহসিকতার পরিচয় দিচ্ছে।

তিনি বলেন, মেরিন ক‍্যাডেটরা আমাদের অর্থনীতির অন‍্যতম যোগানদাতা হিসেবে পরিচিত। দেশের অর্থনৈতিক উন্নয়নে মেরিন ক‍্যাডেটদের অবদান অপরিসীম। ক‍্যাডেটরা দেশমাতৃকার জন‍্য কাজ করে যাচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে নৌপরিবহন প্রতিমন্ত্রী বাংলাদেশ মেরিন একাডেমি চট্টগ্রাম ক‍্যাম্পাসে ৫৬ ব‍্যাচ ক‍্যাডেটদের ‘মুজিববর্ষ গ্র‍্যাজুয়েশন প‍্যারেড’ অনুষ্ঠানে দু’জন শ্রেষ্ঠ ক‍্যাডেটকে ‘রাষ্ট্রপতি স্বর্ণপদক’ এবং ‘বাংলাদেশ শিপিং কর্পোরেশন পদক’ প্রদান করেন।

রাষ্ট্রপতি স্বর্ণপদক পেয়েছেন ক‍্যাডেট নাদিম আহমেদ এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন পদক পেয়েছেন ক‍্যাডেট রাফিদ বিন আলম।

স্বাধীনতার পর এ পর্যন্ত মেরিন একাডেমি থেকে ৪৭৩১ জন প্রশিক্ষণার্থী গ্র‍্যাজুয়েশন লাভ করেছে। এ বছর ৩৫৯ জন গ্র‍্যাজুয়েশন পেতে যাচ্ছে। একাডেমির ৫৭তম ব‍্যাচে ২৮০ জন ক‍্যাডেট বর্তমানে একাডেমিতে প্রশিক্ষণরত রয়েছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: