“এয়ারপোর্ট থানা এলাকায় জুয়াড়ি, ওয়ারেন্টভুক্ত ও নিয়মিত মামলারআসামী গ্রেফতার
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
খান মুহাম্মদ মাইনুল জাকির, অফিসার ইনচার্জ এয়ারপোর্ট থানা, এসএমপি, সিলেট মহোদয়ের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত), জনাব মোঃ জসিম উদ্দিন, এয়ারপোর্ট থানা, এসএমপি, সিলেটসহ এসআই/গৌতম চন্দ্র দাশ, এসআই/পলাশ চন্দ্র দাশ, এএসআই/রিমন খাঁন, এএসআই/আব্দুর রহিম, এএসআই/ জুনাইদ, ও ফোর্স কং/৯১৫ শীতল চন্দ্র, কং/১৮৪৮ মোঃ মোস্তাফিজুর রহমান, কং/১১৪১ পুলক তালুকদার, কং/১৮৩৬ আবু মাসুদ সহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অত্র এয়ারপোর্ট থানাধীন কলবাখানীস্থ জালালী ২১/১নং বাসার ভিতরে উপস্থিত হয়ে জুয়াড়ি ১। মোঃ জামাল মিয়া (৩২), পিতা-মোঃ লাল মিয়া, সাং- মোকামবাড়ী,থানা-করিমগঞ্জ, জেলা-কিশোরগঞ্জ, বর্তমান সাং-বাদামবাগিচা, থানা- এয়ারপোর্ট, জেলা-সিলেট, ২। মোঃ সজল মিয়া (৩৫), পিতা-মৃত শমশের আলী, সাং- বাদশাগঞ্জ, থানা-ধর্মপাশা, জেলা-সুনামগঞ্জ, বর্তমান সাং-মদিনা মার্কেট, আখালিয়া সুরমা (মুজিব মিয়ার বাসা), থানা-জালালাবাদ, জেলা-সিলেট, ৩। আছদ্দর আলী (৫২), পিতা-মৃত আঃ নূর, সাং-দৌলতপুর,থানা-বাহুবল,জেলা-হবিগঞ্জ, বর্তমান সাং-বাদামবাগিচা (গুলজার মিয়ার বাসা), থানা-এয়ারপোর্ট,জেলা-সিলেট, ৪। মোঃ আঃ হাই (৫৮), পিতা-মৃত রিয়াজুল মিয়া, সাং-দক্ষিণ শ্রীপুর, থানা-সুন্দরগঞ্জ, জেলা- গাইবান্দা, বর্তমান সাং-চকগ্রাম, খাদিমপাড়া, থানা-শাহপরান(রহঃ), জেলা-সিলেট, ৫। মোঃ আব্দুল গাফ্ফার (৩৫), পিতা-মৃত হোসেন আলী, সাং-দৌলা, থানা-দিরাই, জেলা-সুনামগঞ্জ, বর্তমান সাং-মালিক মিয়ার বাসা, খাসদবীর, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট, ৬। রাফি আহমদ (১৯), পিতা-মুসলিম মিয়া, সাং-আজাদী-১৮,মীরবক্সটুলা,থানা-কোতোয়ালী, জেলা-সিলেট, ৭। রুবেল মিয়া (২২), পিতা-শহিদুল্লাহ, সাং-ঘুঘুচর পাটারীবাড়ী, থানা-শাহরাস্তি,জেলা-চাঁদপুর, বর্তমান সাং-জিল্লু মিয়ার বাসা, ইলেকট্টিক সাপ্লাই রোড, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট, ৮। খোরশেদ মিয়া (৪৫), পিতা-মৃত আইয়ুব আলী, সাং-চাঁনপুর, সাহেবের বাজার, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট, ৯। দুলাল মিয়া (৩৫), পিতা-রাকিব আলী, সাং-কান্দিরপথ, সাহেবের বাজার, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট, ১০। মোঃ আসকর আলী (৩৩), পিতা-মোঃ আলতাব আলী, সাং-বড়কাপন, থানা-ছাতক, জেলা-সুনামগঞ্জ, বর্তমান সাং-১৭/এ ইলাশকান্দি,বাদামবাগিচা,থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেটদেরকে জুয়া খেলারত অবস্থায় পেয়ে আটক করা হয় এবং ঘটনাস্থল হতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে জুয়া খেলায় ব্যবহৃত ০২(দুই) বান্ডিল তাসসহ জুয়া খেলায় লব্দ নগদ সর্বমোট=৫,৫১৫/- (পাঁচ হাজার পাঁচশত পনের) টাকা জব্দ করা হয়। এছাড়াও পৃথক পৃথক অভিযান পরিচালনা করে জিআর ওয়ারেন্টভুক্ত আসামী ১১। মোঃ রতন মিয়া (২৮), পিতা-আব্দুল জলিল, গ্রাম-জিরদ্বারা, থানা-শান্তিগঞ্জ,জেলা-সুনামগঞ্জ, বর্তমানে সাং- লিটন মিয়ার বাসার ভাড়াটিয়া, ১নং গলি, বাদামবাগিচা, থানা-এয়ারপোর্ট,জেলা-সিলেট, ১২। বিপ্লব ব্যানার্জী (৩০), পিতা-মৃত বিপুল ব্যানার্জী, সাং-বুরজান চা-বাগান, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেটদ্বয়কে গ্রেফতারসহ নিয়মিত মামলার আসামী ১৩। মোঃ সাজু মিয়া (৪৮), পিতা-সবেদ আলী, সাং-রাঘবপুর, থানা-গোবিন্দগঞ্জ, জেলা- গাইবান্ধা, ১৪। জাকির হোসেন (৪০), পিতা-আলিম উদ্দিন, সাং-খাবাসপুর, থানা-ফরিদপুর, জেলা-ফরিদপুর, ১৫। কাজী বাপ্পি আহমদ (৩৫), পিতা-মোঃ কাজী শওকাতুল আম্বিয়া, সাং-সন্ধালিল, কাজিবাড়ী, থানা-মাধবপুর, জেলা-হবিগঞ্জদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।