ভূমিহীনদের চলমান ৩য় পর্যায়ে গৃহ নির্মাণ কাজ পরির্দশন করেন ইউএনও
শামীম আলম, (জামালপুর):
জামালপুরের বকশীগঞ্জে ভূমিহীনদের জন্য চলমান ৩য় পর্যায়ের গৃহ নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করা হয়েছে।
আজ (১২ ফেব্রুয়ারি) শনিবার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজা নিলক্ষিয়া ইউনিয়নে গৃহ নির্মাণ কাজ পরিদর্শন করেন।
এ সময় নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার ও পিআইও অফিসের উপ-সহকারী প্রকৌশলী সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে ইউএনও মুন মুন জাহান লিজা কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে কাজ পরিসমাপ্তির জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা প্রদান করেন।