সাতক্ষীরায় বিপ্লবী পাদুকা শ্রমিক সংহতি এর নবগঠিত কমিটির পরিচিতি সভা
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
সাতক্ষীরায় বিপ্লবী পাদুকা শ্রমিক সংহতি এর নবগঠিত কমিটি এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় সংগঠনের আহবায়ক অনু দাস এর সভাপতিত্ব প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাতক্ষীরা জেলা শাখার সদস্য সচিব মুনসুর রহমান।
তিনি বলেন, স্বাধীনতার ৫০ বছরেও জেলার পাদুরা শ্রমিকরা স্বাধীনভাবে কাজ করতে পারছে না। অধিকাংশ পাদুকা শ্রমিক সড়কের ধারে ভাসমান দোকান বানিয়ে কোন রকমে কাজ করছেন।
তবে প্রতিদিন ওই শ্রমিকরা আতংকে থাকেন। কখন না স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা তাদের অস্থায়ী দোকান ভেঙ্গে দেয়। সারাদিন কাজ করেও ৫’শত টাকা তারা পকেটে ভরে নিয়ে যেতে পারে না। তার উপর নিত্যপণ্যের বাজারের উর্দ্ধগতি। কোনো রকমে খেয়ে না খেয়ে ওই শ্রমিকরা পরিবার পরিজন নিয়ে আছেন।
তাদের বিষয়টি দেখা সরকারের নৈতিক দায়িত্ব হলেও সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা বরাবরই উদাসীন। তাই জরুরী ভিক্তিতে জেলার পাদুকা শ্রমিকদের কল্যাণের জন্য তাদেরকে পুনবার্সনের ব্যবস্থা করা জরুরী।
বিপ্লবী পাদুকা শ্রমিক সংহতি এর সদস্য সচিব বরুন দাসের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাতক্ষীরা পৌর শাখার প্রাথমিক কমিটির আহবায়ক বায়জীদ হাসান।
এছাড়াও বক্তব্য রাখেন পাদুকা শ্রমিক বৈদ্য দাস, সনজিত দাস প্রমূখ। এ সময় ভগিরথী দাস, অরুন দাস, হারান চন্দ্র, বাসুদেব দাস, প্রতিরাম ও গোবিন্দসহ সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।