শিরোনাম

South east bank ad

বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

 প্রকাশ: ১২ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

নোয়াখালীতে বেপরোয়া গতির বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

নিহত নূর মোহাম্মদ (৩২) হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের মাস্টার সর্দার টেক এলাকার মৃত শফিউল আলমের ছেলে।

গতকাল শুক্রবার (১১) ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের গাবুয়া এলাকার নোয়াখালী টু কুমিল্লা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃদুল কান্তি কুরি বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সন্ধ্যার দিকে নূর মোহাম্মদ মোটরসাইকেল যোগে জেলা শহর মাইজদীর উদ্দেশ্যে যাত্রা করে। যাত্রা পথে মোটরসাইকেলটি গাবুয়া নামক এলাকায় পৌঁছলে জনতা বাস মোটরসাইকেলটিকে পিছন থেকে ধাক্কা দেয়। এত মোটরসাইকেল আরোহী যুবক মোটরসাইকেল থেকে ছিটকে পড়লে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ওসি মৃদুল কান্তি কুরি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। একই সাথে ঘাতক বাসটি জব্দ করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় নিহতের পরিবার লিখিত অভিযোগ দিলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: