নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা করা উচিত -মির্জা ফখরুল
ফরিদুল ইসলাম রঞ্জু, (ঠাকুরগাঁও):
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ব্যার্থ নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা করা উচিত।এই নির্বাচন কমিশন সমগ্র নির্বাচন ব্যাবস্থাকে ধ্বংস করে দিয়েছে।বিএনপি মামলা করবে কিনা তা ভেবে দেখা হবে।
গতকাল শুক্রবার (১১ ফেব্রুয়ারী) মির্জা ফখরুল ঠাকুরগাঁওয়ের কালীবাড়িস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মত বিনিময় কালে এসব কথা বলেন। এসময় তিনি ওবায়দুল কাদেরের সমালোচনা করে বলেন ওবায়দুল কাদের সাহেব বলেছেন বিএনপি নির্বাচনে আসতে ভয় পায়।মির্জা ফখরুল এই বক্তব্যের প্রতিবাদ করে বলেন ওবায়দুল কাদের সাহেব নিজেদের চেহারা দেখেনই না। তারা মানুষের ভাষা বোঝেন না।
২০১৮ সালে শুধু আমরাই না সমস্থ রাজনৈতিক দলগুলো নির্বাচন বয়কট করেছে। তারা নির্বাচন কমিশন দখল করে নির্বাচন ব্যাবস্থা ধ্বংস করেছেন। জাতীয় নির্বাচনতো বটে স্থানীয় নির্বাচনেরও একই অবস্থা। স্থানীয় নির্বাচনে শতাধিক লোক হতাহত হয়েছে।তিনি আরও বলেন খালেদা জিয়া যে তত্ত্বাবধায়ক সরকারের ব্যাবস্থা করেছিল তাতে চারটি জাতীয় নির্বাচন ফেয়ার হয়েছে।
নির্বাচন সুষ্ঠু করতে হলে দলীয় সরকারকে পদত্যাগ করতে হবে। অন্যথায় জনগণই ব্যাবস্থা গ্রহণ করবে। সার্চ কমিটি গঠনের ব্যাপারে তিনি বলেন যে জিনিস আমরা মানিই না সেখানে নাম দেওয়ার প্রশ্নই উঠেনা।আমরা অআনুষ্ঠানিক ভাবে জাতীয় ঐক্য গঠনের ব্যাপারে কাজ করছি সেটা প্রতিষ্ঠিত হলে আপনাদের জানাবো।
সাংবাদিকদের সাথে মত বিনিময় কালে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান,জেলা বিএনপির সহ-সভাপতি ইউনুস আলী,সহ-সাধারণ সম্পাদক পয়গাম আলী প্রমুখ।