মাধবপুরে মোটরসাইকেল ট্রাক্টর সংঘর্ষে এক বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত
শেখ জাহান রনি, (হবিগঞ্জ):
হবিগঞ্জের মাধবপুরে মোটরসাইকেল ও ট্রাক্টর সংঘর্ষে এক বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোটরসাইকেল আরোহী নিহত।
গতকাল বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৭:৩০ মিনিটে উপজেলার মনতলার ভবানীপুর নামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে। চৌমুহনী ইউনিয়নের আব্দুল সামাদের ছেলে সাদেকুর রহমান ২৭ নিহত হয়েছে।
নিহত সাদেকুর রাহমানের সাথে থাকা সোহান নামে অপর আরোহী আহত হয়েছে। মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান মোটরসাইকেল আরোহী ২ জনকে আশংকাজনক অবস্থায় নিয়ে আসলে সাদেকুর রহমান এর মৃত্যুর সংবাদ নিশ্চিত করেন।