শিক্ষক ঐক্যজোটের মানববন্ধন
সুনান বিন মাহাবুব, (পটুয়াখালী):
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ড কর্তৃক রেজিষ্ট্রেশন প্রাপ্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণের ও ৮দফা দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট পটুয়াখালী জেলা শাখার নেতৃবৃন্দ।
গতকাল (৯ ফেব্রুয়ারি) বুধবার স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট পটুয়াখালী জেলা শাখার আয়োজনে মানববন্ধন চলাকালিন সময় বক্তব্য রাখেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট পটুয়াখালী জেলা শাখার আহবায়ক মোহাম্মাদ আলামিন, সদস্য সচিব মাওলানা মোঃ জমিস উদ্দিন,মাওলানা সাইদুল ইসলাম,মোঃ আবুল কাশেম,মোসাঃ নাসিমা বেগত প্রমুখ।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি পেশ করেন তারা। এসময় শতাধিক স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট পটুয়াখালী জেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।