র্যাবের হাতে গাঁজাসহ চুনারুঘাটের যুবক গ্রেফতার
নুর উদ্দিন সুমন, (হবিগঞ্জ):
র্যাব-৯, সিপিসি-১,হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ক্যাম্পের এর অভিযানে ৩৪ কেজি গাঁজাসহ মোঃ আকিব মিয়া(২১) নামের চুনারুঘাটের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। আকিব চুনারুঘাট উপজেলার ওসমান পুর এলাকার মৃত উকিল মিয়ার ছেলে।
গতকাল বুধবার (৯ ফেব্রয়ারী) বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ৯ এর সিপিসি-১ কোম্পানীর একটি আভিযানিক দল হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার ১১ নং ব্রাহ্মনডোরা ইউনিয়নের অলিপুর “ বেষ্টবাই শোরুম এর সামন থেকে ৩৪ কেজি গাঁজাসহ মোঃ আকিব মিয়াকে আটক করেন।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আকিব জানায়, সে দীর্ঘদিন যাবৎ সু-পরিকল্পিতভাবে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের নিকট মাদক বিক্রয় করে আসছিল। পরে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। বিকেলে এ তথ্য নিশ্চিত করেন সিলেট র্যাব ৯ এর মিডিয়া অফিসার এএসপি সোমেন মজুমদার।