বকশীগঞ্জে চার কর্মকর্তাকে বিদায় ও দুই কর্মকর্তাকে বরণ
শামীম আলম, (জামালপুর):
জামালপুরের বকশীগঞ্জে বদলিজনিত কারণে চার কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা ও নবাগত দুই কর্মকর্তাক বরণ করা হয়েছে।
গত (৮ই ফেব্রুয়ারি )বকশীগঞ্জ উপজেলা অফিসার্স ক্লাবের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে সহকারী কমিশনর (ভূমি) স্নিগ্ধা দাস, উপজেলা ভেটেরিনারী সার্জন ডা. শিহাব উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমীন ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সরোয়ার জাহানকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
একই সঙ্গে নবাগত সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান ও উপসহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী রাকিবুল হাসানকে বরণ করে নেওয়া হয়। বিদায় ও বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবন্দুর রৌফ তালুকদার।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন বিদায়ী এসিল্যান্ড স্নিগ্ধা দাস, নবাগত এসিল্যান্ড মাহবুবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর আজাদ, বণিক সমিতির সম্পাদক আবদুল হামিদ প্রমুখ। এই অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।