স্বাস্থ্যবিধি প্রতিপালনে মোবাইল কোর্ট
মো: আব্দুস ছাত্তার (ফুলবাড়িয়া) :
কোভিড ১৯ এর বিস্তার রোধে স্বাস্থ্যবিধি প্রতিপালন জোরদার করতে আজ (৮ ফেব্রুয়ারি) মঙ্গলবার বিকালে উপজেলা সদর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) দিলরুবা ইসলাম।
আদালত সূত্রে জানা গেছে, মাস্ক পরিধান না করায় ব্যবসা প্রতিষ্ঠান ও পথচারীদের মধ্যে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রাজধানী হোটেলের মালিক ও বাবুর্চিদের মুখে মাস্ক না থাকায় ৩ হাজার টাকা সহ ৭টি মামলায় বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ৮ হাজার ৯৯৫ টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় আদালত কে সহযোগিতা করেন ফুলবাড়ীয়া থানা পুলিশ।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদুল করিম বলেন, কোভিট-১৯ বিস্তার রোধে আমাদের সকলের সচেতন হওয়া জরুরি। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।