শিরোনাম

South east bank ad

জবিতে পরিবেশ বিপত্তি ও ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

 প্রকাশ: ০৮ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভুগোল ও পরিবেশ বিভাগের সহকারি অধ্যাপক নিউটন হাওলাদার এর পিএইচডি গবেষণার উপর "Multi-hazard Assessment and Management in the Coastal Area of Bangladesh" শিরোনামে উচ্চতর গবেষণামূলক উন্মুক্ত সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের সেমিনার কক্ষে এ উন্মুক্ত সেমিনারটির অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ মনিরুজ্জামান খন্দকার, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মোঃ আশরাফল-উল-আলম ও বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

"দেশের উপকূলীয় অঞ্চলের বিভিন্ন দুর্যোগের কারণ, দুর্যোগ ব্যবস্থাপনা এবং দুর্যোগ প্রশমণ অবস্থার বিকাশ" বিষয়টি ছিলো এই গবেষণার মূল প্রতিপাদ্য।

গবেষণাটির তত্বাবধায়ক হিসেবে ছিলেন ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মোঃ মনিরুজ্জামান।

উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান, সহযোগী অধ্যাপক মোহাম্মদ আব্দুল কাদেরের সভাপতিত্ব ও সঞ্চালনায় এ সেমিনারটি অনুষ্ঠিত হয়েছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: