মালিক শ্রমিক দ্বন্দ্বের জেরে ঢাকাগামী সকল কোচ অনির্দিষ্টকালের জন্য বন্ধ
মো: রবিউল ইসলাম, (নাটোর):
মালিক শ্রমিক দ্বন্দ্বের জেরে শ্রমিক ধর্মঘটে রাজশাহী ও নাটোর থেকে ঢাকাগামী সকল কোচ অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে। আজ সোমবার (০৭ ফেব্রুয়ারি) দুপুর থেকে এই ধর্মঘট শুরু হয়েছে।
নাটোর বাস টার্মিনালের হানিফ ও একতা পরিবহনের কোচ কাউন্টার মাষ্টাররা জানান, প্রথমে দেশ ট্রাভেলস্ ও ন্যাশানাল ট্রাভেলস্-এর শ্রমিকরা তাদের কোচ বন্ধ করে দেয়।
এরপর ঢাকা থেকে তাদের সকল গাড়ী বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একারণে তারা ঢাকাগামী অন্যান্য কোচগুলো বন্ধ করে দেন তারা। তাদের বিক্রিত টিকিটের টাকা গ্রাহকদের ফিরিয়ে দেয়।
হঠাৎ করে পূর্ব ঘোষণা ছাড়াই এভাবে গাড়ী চলাচল বন্ধ করে দেওয়ায় জরুরী প্রয়োজনে ঢাকাগামী কোচের যাত্রীরা পড়ে বিপাকে।