শিরোনাম

South east bank ad

ঠাকুরগাঁওয়ে জাল ভোট দিতে গিয়ে যুবক আটক

 প্রকাশ: ০৭ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

ফরিদুল ইসলাম রঞ্জু, (ঠাকুরগাঁও):

ঠাকুরগাঁও সদর উপজেলার সেনুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাল ভোট দিতে গিয়ে ধরা পড়ার পর একজনকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে ওই ইউনিয়নের মোলান খূরী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত মতি রায় (৩৫) মোলান খূরী গ্রামের অনকুল রায়ের ছেলে।

ঠাকুরগাঁও জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মতি রায় নামে ওই যুবক ভোটার না হওয়া সত্ত্বেও ভোট দেয়ার জন্য ব্যালট পেপার সংগ্রহ করে। বিষয়টি টের পেয়ে তাকে প্রথমে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত তাকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা ২০১০ এর ৭০(১) (গ) ধারার অপরাধে দোষী সাব্যস্ত করে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা ২০১০ এর ৭০ (২) ধারায় ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: