শিরোনাম

South east bank ad

বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবান্ধব পরিবেশ ঠিক রাখা সকলের দায়িত্ব

 প্রকাশ: ০৭ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মো. নজরুল ইসলাম, (ময়মনসসিংহ):

আজ সোমবার (০৭ ফেব্রুয়ারি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের ‘ওরিয়েন্টেশন’ প্রাগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

এতে ভার্চ্যুয়ালি যোগদান করে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন বলেছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা গেলে তা সকলের জন্যই মঙ্গল হবে।

তিনি বলেন প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নত বিশে^ পরিণত হওয়ার যে অপ্রতিরোধ্য অভিযাত্রা শুরু হয়েছে তা ইতোমধ্যে সারাবিশ্ব স্বীকার করছে। এই অভিযাত্রা দক্ষ জনবল তৈরি হয় বিশ^বিদ্যালয়গুলোতে।

বিশ্ববিদ্যালয় আমাদের নেতৃত্বের গুণাবলিকে শাণিত করে, ভালোমন্দ বিচার বিশ্লেষণ করার ক্ষমতা দেয়, সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা তৈরি করে। এসব কারণে বিশ্ববিদ্যালয় আমাদের জীবনে একটি প্রতিষ্ঠান।

ওরিয়েন্টেশন অনুষ্ঠানে সভাপতির বক্তব্য উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর বলেন একাডেমিক ক্যালেন্ডার যথাযথভাবে অনুসরণ করে সেশন জ্যামমুক্ত বিশ্ববিদ্যালয় গঠন করে নজরুল বিশ^বিদ্যালয় উন্নত বাংলাদেশের অভিযাত্রায় সামিল হবে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য দেন ট্রেজারার প্রফেসর মো. জালাল উদ্দিন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. নজরুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দিয়ে সঞ্চালনা করেন রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর। নবীন শিক্ষার্থীদের মধ্যে অনুভূতি ব্যক্ত করেন তাবাস্সুম মেহনাজ ও রাশেদুল আলম।

এসময় বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন। নবীন শিক্ষার্থীরা অনলাইনে ভার্চুয়ালি যুক্ত ছিলেন। প্রকাশিত একাডেমিক ক্যালেন্ডার বিশ^বিদ্যালয় শিক্ষার্থীরা তাদের নিজ নিজ বিভাগ থেকে সংগ্রহ করতে পারবেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: