চরে ধাক্কা লেগে মালবাহী ট্রলার ডুবি
এম.এস রিয়াদ, (বরগুনা)
বরগুনার তালতলীতে মুদি মনোহারী মালামাল নিয়ে একটি মালবাহী ট্রলার ডুবে গেছে। ক্রয়কৃত পণ্য ছাড়া ট্রলারটিতে থাকা মাঝিসহ চার ব্যক্তি সাঁতরে পাড়ে উঠেছে।
গতকাল শনিবার (৫ ফেব্রুয়ারি) রাত ৯ টার দিকে উপজেলার পায়রা নদীর মোহনায় ট্রলার ডুবির এ ঘটনা ঘটে।
জানা গেছে, বরগুনা থেকে মালামাল নিয়ে ট্রলারটি বরগুনা খাল ঘাট থেকে ছেড়ে তালতলীর জেডি ঘাটের উদ্দেশে যাওয়ার সময় খালগোড়া এলাকায় ট্রলারটি ডুবে যায়। ট্রলারে সাপ্তাহিক হাট-বাজারসহ বিভিন্ন বাজারের ৪০ জন ব্যবসায়ীদের প্রায় এক কোটি টাকার বিভিন্ন মালামাল ছিল।
এই মালামাল ভেসে যায় নদীর পানিতে। ট্রলারে থাকা চার কর্মচারী সাঁতার কেটে কিনারে আসতে সক্ষম হয়েছে। তবে শেষ খবর পাওয়া পযন্ত ট্রলাটি উদ্ধারের চেষ্টা চলছে। জ্বালানী তেলের ড্রাম ছাড়া সব মাল ডুবে গেছে। ট্রলারটিতে বিভিন্ন ব্যবসায়ীদের পণ্যের মালামাল যার আনুমানিক মূল্য হবে প্রায় কোটি টাকার মতো।
ট্রলার মালিক মো. জামাল জানান, সপ্তাহের হাটের মালামাল নিয়ে শনিবার বিকেলে বরগুনা থেকে তালতলী আসার সময় চরের সাথে ধাক্কা লাগে। ঠিক তখনই হঠাৎ কাত হয়ে খালে ডুবে যায়। তবে ট্রলারে থাকা কর্মচারীরা সাঁতরে কিনারায় আসেন।
মুদি ব্যবসায়ী মো.রফিক জানান, সপ্তাহের হাটের দিন রবিবার কে কেন্দ্র করে বিভিন্ন মুদি ব্যবসায়ীদের ৪৫০ বস্তা মালামাল নিয়ে ট্রলারটি তালতলী আসার সময় ডুবে যায়। এতে ব্যবসায়ীরা বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন।
তালতলী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আক্তার উদ্দিন বলেন, ট্রলারে থাকা মাঝিসহ ৪ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাছাড়া ট্রলার উদ্ধার করার মত সরঞ্জাম আমাদের নেই। শুধুমাত্র ঘটনাস্থল পরিদর্শন করছি।