শিরোনাম

South east bank ad

রাস্তার পাশে থেকে আগ্নেয়াস্ত্র-ককটেল উদ্ধার

 প্রকাশ: ০৬ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আগামীকাল ৭ ফেব্রুয়ারী সপ্তম ধাপে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের একদিন আগে পরিত্যক্ত অবস্থায় পুলিশ পাইপগান ও ককটেল উদ্ধার করেছে।

গতকাল শনিবার (৫ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের ফেনী সীমান্তবর্তী চৌরাস্তা সংলগ্ন রাস্তার পার্শ্বে ঝোপের ভিতর থেকে ১টি পাইপগান উদ্ধার করে পুলিশ।

অপরদিকে একই দিন রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মুছাপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের জেলে পাড়ার সাত্তারের দোকান সংলগ্ন রাস্তার পাশে থেকে ৭পিস ককটেল উদ্ধার করে পুলিশ।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম একই দিন রাত পৌনে ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ পরিত্যক্ত অবস্থায় ১টি আগ্নেয়াস্ত্র ও ৭টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: