কাহালুতে বাঁশঝাড়ে মিলল নিখোঁজ নারীর লাশ
প্রদীপ মোহন্ত, (বগুড়া):
বগুড়ার কাহালু উপজেলার একটি বাঁশঝাড় থেকে রাবেয়া খাতুন রওশন (৩৫) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ (০৫ ফেব্রুয়ারি) শনিবার বিকেল ৫টার দিকে উপজেলার ভুগইল কালিতলা সেতুর কাছ লাশ উদ্ধার করে পুলিশ।
রাবেয়া খাতুন শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের ছাতুয়া গ্রামের বাদশা মিয়ার স্ত্রী।
পারিবারিক সুত্র জানান, রাবেয়া গতকাল শুক্রবার বেলা ২টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে আর ফিরে যায়নি।
আজ শনিবার বিকেলে স্থানীয় লোকজন তার লাশ দেখে থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমাস মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
কাহালু থানার ওসি আমবার হোসেন জানান, কিভাবে রওশন আরার মৃত্যু হয়েছে তা নিশ্চিত হওয়ার জন্য লাশ মর্গে পাঠানো হচ্ছে। বিষয়টি গভীরভাবে তদন্ত করে দেখা হচ্ছে।