কর্ণফুলী এ জে চৌধুরী কলেজে ‘বঙ্গবন্ধুর ম্যুরাল’ নির্মাণ কাজের উদ্বোধন
জাহিদ হাসান হৃদয়, (চট্টগ্রাম):
চট্টগ্রামের কর্ণফুলী এ জে চৌধুরী কলেজে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নির্মান কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
গত বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) বিকাল তিনটায় কলেজ প্রাঙ্গণে এ নির্মান কাজের উদ্বোধন করা হয়।
কর্ণফুলী উপজেলার নির্বাহী কর্মকর্তা ও কলেজ গভর্নিং বডির সভাপতি শাহিনা সুলতানা উপস্থিত থেকে এ নির্মান কাজের উদ্বোধন করেন।
কলেজ কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ম্যুরালটি নির্মাণে ব্যয় হবে প্রায় ২ লাখ ৫০হাজার টাকা।মূল ম্যুরাল হবে উচ্চতা ৮ ফুট আর প্রস্থ ৬.৫ ফুট।
এ সময় কর্ণফুলী এ জে চৌধুরী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জসীম উদ্দীন, উপাধ্যক্ষ সমীর রঞ্জন নাথ, শিক্ষা কমিটির আহবায়ক মো: নজরুল ইসলাম চৌধুরী, অর্থ কমিটির আহবায়ক মোহাম্মদ ফোরকান উদ্দিন, হিতৈষী সদস্য সৈয়দ জালাল আহমদ রুম্মান, অভিভাবক প্রতিনিধি মোহাম্মদ জাফর ইকবাল, মো: হারুন অর রশিদ, মোহাম্মদ ইলিয়াছ, শিক্ষক প্রতিনিধি নাজমা বেগম,ইন্দ্রজিত কর,নাজনীন সুলতানা ও মো: শফিকুর রশিদসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।