শিরোনাম

South east bank ad

বিপিএলে বৃষ্টির বাধা

 প্রকাশ: ০৪ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

বিপিএলে আজ (০৪ ফেব্রুয়ারি) শুক্রবারের প্রথম ম্যাচও পড়ল বৃষ্টির কবলে। ম্যাচ শুরু হওয়ার কথা দুপুর দেড়টায়। কিন্তু টসও সম্ভব হয়নি। তাই ড্রেসিং রুমেই বন্দি ফরচুন বরিশাল ও সিলেট সানরাইজার্স দল।

গতকাল (০৩ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার রাতের ম্যাচেও বৃষ্টির বাধায় খেলা বন্ধ থাকে এক ঘণ্টার বেশি। পরে ম্যাচ নেমে আসে ১৮ ওভারে। এবার ম্যাচ শুরু হতেই দেরি।

ক্রিকেটের বরাবরের শত্রু বৃষ্টি। মাঘ মাসেও রেহাই দিল না। আর বৃষ্টির যা দাপট, তাতে টস কখন হবে তাও নিশ্চিত নয়।

আপাতত মিরপুরের উইকেট ও ৩০ গজের আশপাশ পুরোটা প্লাস্টিক কভারে ঢেকে দেওয়া হয়েছে।

এই অবস্থা থাকলে আজ দুপুর দেড়টায় ফরচুন বরিশাল আর সিলেট সানরাইজার্সের খেলা শুরুর সম্ভাবনা কম।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: