শিরোনাম

South east bank ad

পাসপোর্ট বানাতে আঙুলের ছাপ দিয়ে ধরা খেলেন রোহিঙ্গা যুবক

 প্রকাশ: ০৩ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

চট্টগ্রামে পাসপোর্ট বানাতে গিয়ে আঙুলের ছাপ দিয়ে ধরা খেলেন মোহাম্মদ আরমান (১৯) নামে এক রোহিঙ্গা যুবক। ভুয়া তথ্য দিয়ে পাসপোর্টের জন্য প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করেন আরমান।

আজ বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট কার্যালয় থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্র জানায়, পাসপোর্টের আবেদনে আরমান নিজেকে সন্দ্বীপ উপজেলার হরিশপুর গ্রামের বাসিন্দা হিসেবে উল্লেখ করেন। তার বাবার নাম দেওয়া হয়েছে ফয়সাল আমীন এবং মায়ের নাম মারজান।

এসব তথ্য দিয়ে আরমান পাসপোর্টের জন্য প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করেন। এরপর বৃহস্পতিবার পাসপোর্ট কার্যালয়ে এলে তাকে জিজ্ঞাসাবাদ করেন কর্মকর্তারা। জিজ্ঞাসাবাদে তার কথাবার্তায় সন্দেহ হলে আঙুলের ছাপ যাচাই করা হয়।

সেখানে আরমানের নাম রোহিঙ্গা হিসেবে নিবন্ধিত রয়েছে। সঙ্গে সঙ্গে তাকে আটক করে ডবলমুরিং থানায় সোপর্দ করেন পাসপোর্ট কর্মকর্তারা।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া বলেন, আটক রোহিঙ্গা যুবকের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা করা হচ্ছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: