দরজা লক করে আটকে পড়লো শিশু, যেভাবে উদ্ধার
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
রাজধানীর যাত্রাবাড়ীর দক্ষিণ মাতুয়াইলে রুমের দরজা ‘লক’ করে আটকে পড়েছিল এক শিশু। অবশেষে দরজা খুলে সুস্থ অবস্থায় শিশুটিকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
গতকাল (০২ ফেব্রুয়ারি) বুধবার বিকেলে ৯৯৯-এর পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, বুধবার সকাল ৯টায় একজন কলার ঢাকার যাত্রাবাড়ীর দক্ষিণ মাতুয়াইল থেকে ফোনে জানান, স্ত্রী রান্নাঘরে কাজে ব্যস্ত থাকায় তার দুই বছর তিন মাস বয়সী শিশু রুমের ভেতর থেকে দরজা লক করে আটকে পড়েছে।
শিশুটি কিছুতেই দরজা খুলতে পারছিল না। লোহা ও ইস্পাতের তৈরি দরজাটি তারা অনেক চেষ্টা করে খুলতে পারেননি। শিশুটি ভেতরে আটকে পড়া অবস্থায় কান্নাকাটি করছিল। এরপর তিনি ৯৯৯ এর কাছে উদ্ধারের অনুরোধ জানিয়ে কল করেন।
কলটি রিসিভ করেন ৯৯৯ কল-টেকার কনস্টেবল মেহেদি হাসান। কনস্টেবল মেহেদি তাৎক্ষণিকভাবে কলারের সঙ্গে ডেমরা ফায়ার সার্ভিস স্টেশনের ডিউটি অফিসারের যোগাযোগ করিয়ে দেন। সংবাদ পেয়ে ডেমরা ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে যায়।
ডেমরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার উসমান গণি জানান, তারা ঘটনাস্থলে গিয়ে পাঁচতলা ভবনের পঞ্চম তলার একটি ফ্ল্যাটের দরজা হাইড্রলিক ওপেনার দিয়ে খুলে সুস্থ অবস্থায় শিশুটিকে উদ্ধার করেছেন। ঘটনাস্থলে পৌঁছার পর উদ্ধার তৎপরতা শেষ করতে তাদের সময় লাগে মাত্র পাঁচ মিনিট।