ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি মালামাল লুট, আহত
মোঃ রাজু খান, (ঝালকাঠি):
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার বিণাপাণি বলতলা গ্রমের এক ব্যবসায়ীর বাড়িতে গতকাল রাতে (মঙ্গলবার) ডাকাতি হয়েছে। ডাকাতরা ব্যবসায়ী নান্না মুন্সি (৪৬) ও তাঁর স্ত্রীকে রশিদিয়ে বেঁধে মারধর করে ২৫ ভরি স্বর্ণালংকারসহ ২০ লাখ টাকার মালামাল লুটে নেয়।
ব্যবসায়ী নান্না মুন্সি জানান, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ১০-১৫ জনের একদল ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে গ্রীল ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে। ডাকাতদল ওই ব্যবসায়ী ও তাঁর স্ত্রীকে মারধর করে রশি দিয়ে বেঁধে রাখে।
এ সময় স্টীলের আলমারি, সুকেজ ও ওয়ারড্রোপ ভেঙে ২৫ ভরি স্বর্ণালংকার, নগদ এক লাখ ২৫ হাজার টাকাসহ ২০লাখ টাকার মালামাল লুটে নিয়ে যায়।
একজন ছাড়া অন্য ডাকাতরা মুখোশ পড়া ছিল বলে জানিয়েছে ওই ব্যবসায়ী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। কাঠালিয়া থানা ওসি মো. মুরাদ আলী জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি।