শিরোনাম

South east bank ad

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক এমপি আবুল হাসেম আর নেই

 প্রকাশ: ০২ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এইচ কবীর টিটো (গফরগাঁও):

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক এমপি আবুল হাসেম(৯৪) আর নেই।

১৯৩০ সালে ১৭ আগস্ট, বাংলা ১৩৩৭ সালের ২ রা ভাদ্র রোজ রবিবার গফরগাঁওয়ের গফরগাঁও ইউনিয়নের গফরগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন আবুল হাসেম। পিতা মরহুম আকতার হোসেন ছিলেন একজন কৃষক, মাতা মরহুমা নূরুন নাহার ছিলেন গৃহিণী। এমপি হাসেম জন্মের দু'বছরে মাতৃহারা হয়েছিলেন।

তিনি ১৯৫০ সালে গফরগাঁও সরকারি কলেজের ছাত্র সংসদের প্রথম ভিপি ছিলেন। মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন তিনি। ৬ দফা আন্দোলন, ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণসহ তৎকালীন সকল রাজনৈতিক কর্মকাণ্ডে তিনি সক্রিয় ভূমিকা রাখেন।

১৯৬৯ এর আগড়তলা ষড়যন্ত্র মামলা চলা কালে আন্দোলনকে বেগবান করার জন্যে গফরগাঁওয়ের মানুষ তাঁর ডাকে বিপুল পরিমাণ অর্থের যোগান দিয়েছিলো।

ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করতে গ্রাম পর্যায়ে চালু করেছিলেন গরীব মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তি। বৃত্তি হিসেবে দেওয়া হত খাসি/ছাগল। লেখাপড়ার পাশাপাশি খাসি লালন পালন করার মাধ্যমে অনেক গরীব মেধাবী ছাত্র হয়ে ছিলেন স্বাবলম্বী।

তিনি তৎকালীন লেখা পড়ায় পিছিয়ে থাকা মেয়েদের জন্য গফরগাঁও মহিলা কলেজ প্রতিষ্ঠা করেন। তিন বারের জনপ্রিয় সাংসদ আলতাফ হোসেন গোলন্দাজের কাছে বলেন,আমার মৃত্যুর পর যেন এখানে আমার নামাজের জানাজা অনুষ্ঠিত হয়।

১৯৭০ -১৯৭৩ সালে এমপি নির্বাচিত হন ময়মনসিংহের ১০আসনের।

১৫ আগস্টের পর বঙ্গবন্ধুর সহযোদ্ধাদের কারাগারে বন্দী করা হয়। এমপি হাশেম ১৯৭৭ সালে জেল থেকে বের হন। চলে যান ঘোড়াশাল তাঁর স্ত্রী সেখানে চাকরি করতেন। পরবর্তীতে এমপি সাহেবের স্ত্রী মোছাঃ আয়েশা খাতুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে শিক্ষকতা করেন।

২০০৫ সালে 'যখন এমপি ছিলাম' নামে একটি বই লিখেন তিনি। বইটির চাহিদার তুলনায় মুদ্রিত কপির সংখ্যা ছিল খুবই কম।
এমপি হাশেম সাহেব শুধু রাজনীতিবিদ ছিলেন না, ছিলেন একজন সফল সংগঠক, উদ্যোক্তা ও লেখক।

গফরগাঁওয়ের বর্তমান সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল, দেখতে এসেছিলেন এমপি আবুল হাসেমকে।

আজ ২ফেব্রুয়ারি ২০২২সালের ভাষার মাসে বুধবার) বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ব বিদ্যালয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: