২১ টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানরা শপথ গ্রহণ করেন
নুর উদ্দিন সুমন, (হবিগঞ্জ):
হবিগঞ্জের চুনারুঘাট ও মাধবপুর উপজেলার ২১ টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানরা শপথ গ্রহণ করেছেন।
আজ মঙ্গলবার (১ ফেব্রয়ারী) সকালে ১১ টায় হবিগঞ্জ জেলা প্রশাসকের হলরুমে চুনারুঘাটর ১০ জন ও মাধবপুরে ১১ জন নবনির্বাচিত চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক ইশরাত জাহান ।
এসময় উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক, মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম সহ আরো অনেকেই। পরে বিকেল ৪ টায় চুনারুঘাট উপজেলায় নবনির্বাচিত ৯০ সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী আসনের ৩০ জন সদস্যদের শপথ অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদের সভাকক্ষে শপথ বাক্য পাঠ করান ইউএনও সিদ্ধার্থ ভৌমিক । অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফর রহমান মহালদার ও মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন প্রমুখ।
মাধবপুরে ১১টি ইউনিয়নের নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথ অনুষ্ঠিত হয়েছে। চেয়ারম্যানদের শপথ পাঠ করান মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম।