শিরোনাম

South east bank ad

২১ টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানরা শপথ গ্রহণ করেন

 প্রকাশ: ০১ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

নুর উদ্দিন সুমন, (হবিগঞ্জ):

হবিগঞ্জের চুনারুঘাট ও মাধবপুর উপজেলার ২১ টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানরা শপথ গ্রহণ করেছেন।

আজ মঙ্গলবার (১ ফেব্রয়ারী) সকালে ১১ টায় হবিগঞ্জ জেলা প্রশাসকের হলরুমে চুনারুঘাটর ১০ জন ও মাধবপুরে ১১ জন নবনির্বাচিত চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক ইশরাত জাহান ।

এসময় উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক, মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম সহ আরো অনেকেই। পরে বিকেল ৪ টায় চুনারুঘাট উপজেলায় নবনির্বাচিত ৯০ সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী আসনের ৩০ জন সদস্যদের শপথ অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদের সভাকক্ষে শপথ বাক্য পাঠ করান ইউএনও সিদ্ধার্থ ভৌমিক । অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর ।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফর রহমান মহালদার ও মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন প্রমুখ।

মাধবপুরে ১১টি ইউনিয়নের নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথ অনুষ্ঠিত হয়েছে। চেয়ারম্যানদের শপথ পাঠ করান মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: