প্রতিকূলতার মধ্যেও আওয়ামী লীগ জনগণের পাশে আছে: তথ্যমন্ত্রী
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সমস্ত প্রতিকূলতার মধ্যেও আওয়ামী লীগ জনগণের পাশে আছে এবং থাকবে। এটা শেখ হাসিনার আদর্শ।
সোমবার ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয় করোনা প্রতিরোধ ও সুরক্ষা সামগ্রী এবং শীতবস্তু বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানের আয়োজন করে ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির।
হাছান মাহমুদ বলেন, করোনা মধ্যে মানুষের বাড়ি বাড়ি গিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন সাহায্য সহযোগিতা করেছে। করোনা মধ্যে আওয়ামী লীগ ছাড়া কোনো রাজনৈতিক দল মানুষের পাশে দাঁড়ায়নি। অথচ বিএনপি নামক রাজনৈতিক দলটি সাহায্য সহযোগিতার নামে শুধু ফটোসেশন করছে।
তিনি বলেন, বিশ্বের বহু দেশ যখন করোনা টিকা পায়নি সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষের জন্য টিকা এনেছেন। তারপরও বিএনপির নেতাকর্মীরা টিকা নিয়ে অপপ্রচার করছেন। তারাই আবার টিকা গ্রহণ করেছেন। চাইলে বিএনপির নেতাকর্মীরা এখন বুস্টার ডোজ টিকা নিতে পারেন।
দেশে টিকার কোনো অভাব নেই উল্লেখ করে তিনি আরো বলেন, এখনও ৯ কোটি টিকা আছে। টিকা নিয়ে বিএনপি যে অপপ্রচার করেছে, এ জন্য তাদের এখন ক্ষমা চাওয়া উচিত।
তারেক রহমানকে নিয়ে সংবাদ প্রচারে হাইকোর্টের নিষেধাজ্ঞার কথা উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি তারেক রহমানকে নিয়ে কোনো সংবাদ প্রচার করা যাবে না। এটা হাইকোর্টের নিষেধ আছে। যদি কোনো সংবাদ মাধ্যমে এটা প্রচার করে তাহলে এটা আদর্শের বরখেলাপ হবে। আমি গতকালও বিভিন্ন পত্রপত্রিকায় তারেক রহমানকে নিয়ে সংবাদ প্রচার করতে দেখেছি।
ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির চেয়ারম্যান একেএম রহমতুল্লাহ সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দি।
এ সময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম,আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন নেতাকর্মী।