শিরোনাম

South east bank ad

সড়ক দুর্ঘটনায় গোলরক্ষক ‘সাফায়েত’ নিহত ও আহত

 প্রকাশ: ৩০ জানুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মো: রবিউল ইসলাম, (নাটোর):

নাটোরে মোটরসাইকেল ও অ্যাম্বুলেন্সের মধ্যে সংঘর্ষে নাটোর জেলা দলের গোলরক্ষক সাফায়েত হোসেন ফারদিন নিহত হয়েছে। এসময় আরও তিনজন আহত হয়েছে।

আজ রবিবার (৩০ জানুয়ারি) বিকেলে নাটোর-রাজশাহী মহাসড়কের নারায়নকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাজশাহী থেকে নাটোর মুখী একটি রোগীবাহী অ্যাম্বুলেন্স ও নাটোর বাইপাস এলাকা থেকে স্টেশন মুখী একটি মোটরসাইকেল এর মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৪ জন গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানে সাফায়েত হোসেন ফারদিনের মৃত্যু হয়।

নিহত শাফায়াত হোসেন নাটোর উত্তর বড়গাছা এলাকার আল মামুনের ছেলে।

সে নাটোর অনুর্ধ-১৬ স্কুল ফুটবল লীগ, ঢাকা সিটি কর্পোরেশন পাইওনিয়ার ফুটবল লীগ, বিকেএসপির ২০১৯ব্যাচের ছাত্র ছিল। এছাড়া নিয়মিত নাটোর জেলা দল এবং ফুটবল একেডেমি, নাটোরের হয়ে বিভিন্ন টুর্ণামেন্ট ও লীগে গোলরক্ষক হিসেবে খেলাধুলা করতেন। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন নাটোর জেলা ক্রীড়া সংস্থা।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: