১০ কেজি গাঁজা সহ এক যুবক আটক
নুর উদ্দিন সুমন, (হবিগঞ্জ):
হবিগঞ্জের চুনারুঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজা সহ এক যুবককে আটক করেছে পুলিশ। আটক যুবকের নাম জলিল মিয়া(৩৫)। সে শানখলা ইউনিয়নের পাটা শরীফ এলাকার আব্দুল হেকিমের ছেলে।
আটক জলিলকে আজ রবিবার (৩০ জানুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ তথ্য নিশ্চিত করে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: আলী আশরাফ জানান, ২৯ জানুয়ারি রাতে এসআই তারিকুল হাসান হিমনের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জলিলের দেখানো মতে তাহার নিজ অটো রিকশায় প্লাস্টিকের বস্তায় রক্ষিত নীল রঙ্গের ২ টি পলিথিনের পুটলা ৫ কেজি করে মোট ১০ কেজি অবৈধ গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় চুনারুঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে বলে ওসি জানান।