১০০ টি পরিবারের মাঝে ত্রাণ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ
আব্দুর রহমান, (নেত্রকোনা):
নেত্রকোনার দুর্গাপুরে মুজিববর্ষ উপলক্ষে ইউনিয়ন ও পৌর আবাসনের ঘরের বসবাসরত ১০০টি পরিবারের মাঝে ত্রান ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরন করা হয়েছে।
আজ (২৯ জানুয়ারি) শনিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে অক্সফোর্ড টেকনোলজিস অস্ট্রেলিয়ার সহযোগিতায় ও গ্রুপ অফ এক্সপার্ট অন এনভায়রনমেন্ট এন্ড ন্যাচার ( গ্রীণ) এর বাস্তবায়নে এ ত্রাণ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরন করা হয়।
এ সময় প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল , ১ কেজি ডাল ও স্বাস্থ্য সামগ্রী দেয়া হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব পরিবারের মাঝে ত্রাণ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরন করেন সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা একাডেমীক সুপার ভাইজার নাসির উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, মহিলা কলেজের অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, সহযোগী অধ্যক্ষ আব্দুল আজিজ,গ্রীণের প্রধান উপদেষ্টা ডা. এ এইচ এম মোস্তাইন বিল্লাহ, গ্রীণের চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান,গ্রীণের নির্বাহী পরিচালক এডভোকেট আবুল কাশেম, ইভেন্টফুল বাংলাদেশ সোসাইটির নির্বাহী পরিচালক মো. রোকনুজ্জামান, আইডিএস এর নির্বাহী পরিচালক শামীম কবির, গ্রীন এর সদস্য ডাঃ শেখ আলাউদ্দিন অহমেদ প্রমুখ।