ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৭ কিলোমিটারজুড়ে এলাকায় তীব্র যানজট
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সাত কিলোমিটার এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
গতকাল (২৮ জানুয়ারি) শুক্রবার সন্ধ্যার পর থেকে ওই মহাসড়কে এ যানজটের সৃষ্টি হয়।
এছাড়া মহাসড়কের পাশে মদনপুরে জাহিন টেক্সটাইল কারখানায় অগ্নিকাণ্ড ও যানবাহনের চাপের কারণে এ যানজটের সৃষ্টি হয়।
এদিকে যানজটে আটকেপড়া সালাউদ্দিন নামে এক যাত্রী জানান, কুমিল্লা থেকে আসছিলাম, গাড়ি তো নড়ছেই না। কতক্ষণ লাগবে কে জানে।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি সাজ্জাদ করিম খান জানান, আগুনের কারণে একপাশে সড়ক বন্ধ আছে। এ কারণে দীর্ঘ যানজট। তবে ঠিক কত কিলোমিটার যানজট সেটা এখন বলা যাচ্ছে না। সাত কিলোমিটারের চেয়ে বেশিও হতে পারে।