শিরোনাম

South east bank ad

উচ্ছেদ অভিযানে উন্মক্ত হলো সাধারনের চলাফেরা

 প্রকাশ: ২৭ জানুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

সাঈদ আহম্মেদ সাবাব, (শেরপুর):

শেরপুরের নকলা উপজেলার পৌর শহর সংলগ্ন কায়দা মৌজার পাগলি মার্কেটে সরকারি জায়গা দখল করে ওই জায়গার পিছনে বাসাবাড়ী করে থাকা সাধারণ মানুষের চলাচলের রাস্তা বন্ধ করে ভবন নির্মাণের অভিযোগ দীর্ঘদিনের ।

এনিয়ে আদালতে মামলাও হয়েছে ধীর্ঘদিন। কয়েকদিন আগে বিরোধ পূর্ণ ওই জমির মালিকানার আদেশ পায় শেরপুর সড়ক ও জনপথ। আজ (২৭ জানুয়ারি) বৃহস্পতিবার দুপুরে আদালতের নির্দেশে নকলা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এই উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন। সাধারন মানুষজন জানিয়েছে এতে উন্মক্ত হলো সাধারনের চলাফেরা।

জানা গেছে নকলায় সড়ক ও জনপদের ওই জায়গাটি (৬৭৪ নং দাগ) প্রভাব শালি মহলের ছত্রছায়ায় জনৈক হযরত আলী নামের এক ব্যক্তি ইটের স্থাপনা করে দখল করে ছিলেন।

ওই স্থানটি দখলের কারনে জনসাধারনের চলাচলে ব্যাপক ভিঘ্ন সৃষ্টি করে আসছিল। আজ (২৭ জানুয়ারি) বৃহস্পতিবার আদালতের নির্দেশে অবৈধ ওই স্থাপনা ভেঙ্গে ফেলা হয়।

সহকারী কমিশনার (ভুমি) কাউসার আহম্মেদ বলেছেন আদালতের নির্দেশেই এই উচ্ছেদ অভিযান। স্থাপনার পিছনে থাকা মানুষজন এখন অবাদে চলাচল করতে পারবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: