গাবতলীর সুখানপুকুর ইউপির নির্বাচন স্থগিত
প্রদীপ মোহন্ত, (বগুড়া):
সড়ক দুর্ঘটনায় চেয়ারম্যান প্রার্থী আশরাফুল হক গোল্লা নিহত হওয়ায় বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুর ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে।
গতকাল বুধবার (২৬ জানুয়ারি) রাতে গাবতলী উপজেলা নির্বাচন কর্মকর্তা রুহুল আমিন স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নবগঠিত সুখানপুকুর ইউনিয়নের চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন আশরাফুল হক গোল্লা। তার প্রতীক ছিল টেলিফোন।
তিনি গতকাল বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে জেলার গাবতলী উপজেলার নাড়ুয়ামালা সেতুর কাছে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নিহত হন।
তার মৃত্যুর ঘটনায় এই ইউনিয়নের নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়। আগামী ৩১ জানুয়ারি এই ইউপিতে ভোটগ্রহণের কথা ছিল।
গাবতলী উপজেলা নির্বাচন কর্মকর্তা রুহুল আমিন জানান, প্রার্থীর মৃত্যুর ঘটনায় সুখানপুকুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের নির্বাচন স্থগিত ঘোষণা করেছেন নির্বাচন কমিশন।