স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হলেন গোলাম সামদানী খান সুমন
মশিউর রহমান কাউসার, (ময়মনসিংহ):
বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রিয় কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক তাঁতীলীগ নেতা গোলাম সামদানী খান সুমন।
সংগঠনের কেন্দ্রিয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
গোলাম সামদানী খান সুমনকে কেন্দ্রিয় স্বেচ্ছাসেবকলীগের সদস্য নির্বাচিত করায়, তিনি বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এমপি, স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ, এবং স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রিয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।