শিরোনাম

South east bank ad

চাল কল মালিক সমিতির উদ্যোগে শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ

 প্রকাশ: ২৭ জানুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

আব্দুর রহমান, (নেত্রকোনা):

নেত্রকোনা জেলা অটো মেজর এন্ড হাস্কিং চাল কল মালিক সমিতি উদ্যোগে গতকাল (২৬ জানুয়ারি) বুধবার সন্ধ্যায় জেলা শহরের হোসেনপুরস্থ এ আর খান পাঠান রাইস মিলে চাতাল শ্রমিকদের মাঝে শীত বস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

নেত্রকোনা জেলা অটো মেজর এন্ড হাস্কিং চাল কল মালিক সমিতির সভাপতি হাজী এইচ আর খান পাঠান সাখির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কম্বল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুহেল মাহমুদ।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, এফবিসিআই’র পরিচালক হুমায়ুন রশীদ খান পাঠান রুমেন, জেলা অটো মেজর এন্ড হাস্কিং চাল কল মালিক সমিতির সাধারণ সম্পাদক উজ্জল সাহা, জেলা আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মুজিবুল আলম হীরা, জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল আওয়াল শাওনসহ জেলা চাল কল মালিক সমিতির নেতৃবৃন্দ।

নেত্রকোনা জেলা অটো মেজর এন্ড হাস্কিং চাল কল মালিক সমিতি সভাপতি হাজী এইচ আর খান পাঠান সাখি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে এই সমিতির পক্ষ থেকে পর্যায়ক্রমে নেত্রকোনা জেলার ১০ উপজেলায় বিভিন্নস্থানে অবস্থিত ১৫শ চাল কল শ্রমিকের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: