শিরোনাম

South east bank ad

এজেন্ট ব্যাংকিং এর নামে প্রতারনায় যুবক গ্রেফতার

 প্রকাশ: ২৩ জানুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

জাকির হোসেন, (ফরিদপুর):

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাচুরিয়া ইউনিয়নের বেড়ীরহাট বাজারে ডাচ্ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংক(মোবাইল ব্যাংকিং সেবা ‘রকেট’ এজেন্ট) এর নামে প্রতারনা করে গ্রাহকের প্রায় কোটি টাকা আত্মসাৎ করে আত্নগোপনে থাকা অবস্থায় প্রতারক এজেন্ট মোহাম্মাদ আলী মনির (৩৫) কে আটক করেছে পুলিশ। আটককৃত প্রতারক মোহাম্মদ আলী মনির উপজেলার টোনারচর গ্রামের মৃত জব্বার আলীর ছেলে।

গতকাল শনিবার (২২ জানুয়ারী) যশোরের চৌগাছা উপজেলার ভারত সীমান্তবর্তী এলাকা থেকে তাকে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে আলফাডাঙ্গা থানা পুলিশ। ৩৪৫ জন বিদ্যুতের গ্রাহকের সাথে প্রতারণা করে হাতিয়ে নিয়েছেন অন্তত ৩০ লক্ষ টাকা।

আজ রোববার (২৩ জানুয়ারী) সকাল ১১টায় আলফাডাঙ্গা থানায় এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সাংবাদিকদের তথ্য জানান থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. ওয়াহিদুজ্জামান। প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, আলফাডাঙ্গা উপজেলার পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিসের আওতাধীন হওয়া গত বছরের ১ ফেব্রুয়ারী থেকে ওই বছরের জুলাই মাস পর্যন্ত প্রায় ৩৪৫ জন গ্রাহকের নিকট হতে সর্বমোট ৩ লক্ষ ৬১ হাজার ৬৭৪ টাকার বিদ্যুৎ বিল গ্রহণ করে। কিন্তু মনির ওই টাকা বিদ্যুৎ অফিসে জমা না দিয়ে গ্রাহকের অর্থসহ অনান্য আরও অনেকের টাকা প্রতারণা মূলক ভাবে হাতিয়ে নিয়ে এলাকা থেকে লাপাত্তা হয়ে যায়। এ ব্যাপারে গত ২৫/১১/২০২১তারিখে তার বিরুদ্ধে আলফাডাঙ্গা থানাতে পেনাল কোড রুজু করা হয়।

এছাড়াও উপজেলার বেড়িরহাট এলাকার মো. আমিনুর রহমানের ৩ লক্ষ ৫০ হাজার টাকা, ধুলজুড়ী গ্রামের রবিউল ইসলামের ৮ লক্ষ টাকা, ভাটপাড়া গ্রামের সালাহউদ্দিন খানের ১ লক্ষ টাকা, ধুলজুড়ী গ্রামের দুলাল চন্দ্র বিশ্বাসের ১ লক্ষ টাকা ও হাসি বেগমের নিকট থেকে ৩ লক্ষ টাকার ডিপিএস- আত্মসাৎ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

গত (২২ জানুয়ারী) গোপন সংবাদের ভিত্তিতে আলফাডাঙ্গা থানার এস আই জাহাঙ্গীর সঙ্গীয় পুলিশ নিয়ে তাকে গ্রেফতার করেন। তাকে গ্রেফতারের খবরে প্রতারনার স্বীকার শত শত লোক থানার সামনে জড়ো হতে থাকে।

ওসি আরও জানান, ‘আটককৃত ব্যক্তিকে রোববার দুপুরে ফরিদপুর আদালতে হাজির করে অধিকতর তদন্তের জন্য বিজ্ঞ বিচারকের কাছে ১০ দিনের রিমান্ড আবেদন করা হবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: