শিরোনাম

South east bank ad

বিটকয়েনে কোটি কোটি টাকার লেনদেনের হোতাসহ গ্রেপ্তার-২

 প্রকাশ: ২৩ জানুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

নওগাঁ সদর এবং আত্রাই এলাকা থেকে বিটকয়েন চক্রের মূলহোতা রাকিবুল ইসলাম খন্দকার রকি ও সমন্বয়কারী সারোয়ার হোসেন ডলারকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই)।

গত শনিবার সকালে আত্রাইয়ের চৌড়বাড়ী নিজের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় রকিকে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নওগাঁ সদরের গোস্তাহাটির মোড় এলাকা থেকে ডলারকে গ্রেপ্তার করে অভিযানিক দলটি।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, রকি দীর্ঘদিন ধরে বিটকয়েন বেচা-কেনার সঙ্গে জড়িত। সর্বশেষ তিনি মাস্টার কার্ড ব্যবহার করে এক লাখ ৮২ হাজার ডলারের লেনদেন করেছেন। এ রকম লেনেদেনের রেকর্ড প্রায়ই হচ্ছিল। এছাড়া গ্রেপ্তার দুইজনের কাছে আরও ৩০০ বিটকয়েন রয়েছে বলেও জানিয়েছেন, যার মূল্য প্রায় ১০৫ কোটি টাকা হবে।

বিটকয়েন বিক্রি হলে অ্যাকাউন্টে অনেক টাকা জমা হবে সেই লোভ দেখিয়ে অনেকের কাছ থেকে বিপুল টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: