শিরোনাম

South east bank ad

টি-টোয়েন্টি খেলতে চান না তামিম : পাপন

 প্রকাশ: ২৩ জানুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিমান করে খেলেননি তামিম ইকবাল। এরপর থেকে এই ওপেনারের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আগ্রহ না থাকা নিয়ে বিভিন্ন সময় কথা উঠলেও তা পরিষ্কার ছিল না। অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি জানিয়ে দিলেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতে চান না তামিম।

গতকাল (২২ জানুয়ারি) শনিবার বিপিএলের ম্যাচ দেখতে এসে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এ কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘এটা বলার পর আমার মনে হয়েছে ওকে আর কিছু বলা উচিৎ না। কেউ যদি খেলতেই না চায়, তাকে জোর করে একটা ফরম্যাটে খেলানো ঠিক না।’

বিসিবি সভাপতি আরও বলেন, ‘‘ওর সঙ্গে আমি কথা বলেছি। ওকে বলেছিলাম টি-টোয়েন্টিতে ফিরে আসতে। এটা ছাড়বে কেন? তুমি আমাদের সেরা ওপেনার। অবশ্যই তোমার থাকা উচিৎ। টেলিফোনে কথা হয়েছিল। ও আমাকে একটা কথা বলেছে- ‘আপনি আমাকে জোর করবেন না। আপনি বললে তো আমাকে আসতেই হবে। কিন্তু আমি আসলে এই ফরম্যাটে খেলতে চাই না’।’’

বিপিএলে তামিমের পারফ্যান্স প্রসঙ্গে পাপন বলেন, ‘ভালো খেলেছে। ও তো সবসময়ই ভালো খেলে। ইনিংস আরও বড় করা উচিৎ। ফিফটি হয়ে গেলেই মারমুখো হতে যেয়ে আউট হয়ে যাচ্ছে। ইনিংস আরও বড় করা উচিৎ, কারণ ও সত্যিই অনেক ভালো খেলছে।’

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: