কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে চলমান পরীক্ষা সশরীরে, ক্লাস অনলাইনে
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) চলমান ও রুটিন পরীক্ষাগুলো স্বাস্থ্যবিধি মেনে সশরীরে অনুষ্ঠিত হবে। তবে ক্লাস, ইন-কোর্স ও অ্যাসাইনমেন্ট হবে অনলাইনে।
শনিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ৩৮ তম (জরুরি) একাডেমিক কাউন্সিলে এই সিদ্ধান্ত হয়। বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবির সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
২৩ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই বিধি-নিষেধ।
বিজ্ঞপ্তিটিতে আরও জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো কঠোর স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে, সকল বিভাগের ক্লাস, ইন-কোর্স পরীক্ষা ও অ্যাসাইনমেন্ট অনলাইনে চলবে। স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয়ের স্নাতক (১ম বর্ষ) ভর্তি কার্যক্রম যথারীতি চলবে। দাপ্তরিক কার্যক্রম চলবে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত। এছাড়া ক্যাম্পাসে কোনো ধরনের জনসমাবেশের আয়োজন করা যাবে না ও বিশ্ববিদ্যালয়ে কাজ নেই এমন কোনো ব্যক্তি ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না।