তুচ্ছ ঘটনার জের ধরে হামলায় এক শিক্ষার্থী আহত
আব্দুল মালেক, (ভোলা):
ভোলা বোরহানউদ্দিনে করোনার টিকা দেয়ার ঘটনা কে কেন্দ্র করে মো. ইব্রাহীম এর হামলায় মো. রিফাত হোসেন (১৭) নামের এক শিক্ষার্থী জখম হয়েছে। আজ (২২ জানুয়ারি) শনিবার দুপুরে উপজেলার উদয়ন স্কুলের সামনের সড়কে এ হামলার ঘটনা ঘটে।
আহত রিফাত হোসেন জানান, দুপুর সাড়ে ১২টায় বোরহানউদ্দিন হাসপাতালে করোনার টিকা দিতে যাই। আমি সিরিয়ালে আগে টিকা দেই এতে ক্ষিপ্ত হয়ে উঠেন পৌর ৮নং ওয়ার্ডের মো. ইব্রাহীম পিতা নুর মোহাম্মদ। ওই সময় আমার সাথে সে বাকবিতন্ড জড়ান।
এরপর যোহরের নামাজ পড়ে আমি আমার বাসায় যাওয়ার পথে উপজেলা উদয়ন স্কুলের সামনে মো. ইব্রাহীম একটি গ্রুপ নিয়ে আমার উপর হামলা করে। আমার মুখে লাথি মেরে রক্তাক্ত জখম করেন। ওই সময় আমাকে বেদম মারধর করে। আমার ডাক চিৎকারে স্থানীয়রা আমাকে উদ্ধার বোরহানউদ্দিন হাসপাতালে এনে চিকিৎসা দেয়। আমি ওর দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছি।
এদিকে এ ঘটনায় মো. ইব্রাহীম এর সাথে যোগাযোগ করার চেষ্টা করলে জানা গেছে, সে ওই ঘটনার পর হতে এলাকা হতে গাঁ ঢাকা দিয়েছে।
এব্যাপারে ৮নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর মো. কামাল হোসেন জানান, পারিবারিক প্রয়োজনে ঢাকা এসেছি। এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষায় আইনগত ব্যবস্থা নিন। আমি আমার অবস্থান হতে সার্বিক সহযোগিতা করবো।