বন্ধ কোচিং সেন্টারও
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
করোনার সংক্রমণ পের বেড়ে যাওয়ায় আগামী দুই সপ্তাহ স্কুল-কলেজের পাশাপাশি সব ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
গতকাল (২১ জানুয়ারি) শুক্রবার রাজধানীর জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, হঠাৎ করেই শিশুদের মধ্যে সংক্রমণ বেড়ে যাচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠানের কারণে সংক্রমণটা বেড়ে যেন না যায় সে জন্যই বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেব। যেখানে যেভাবে অনলাইনে ক্লাস নেয়া সম্ভব আমরা নেব।
তিনি বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানের এবং শিক্ষা অফিসের কার্যালয় খোলা থাকবে। স্বাস্থ্যবিধি মেনে সেখানে কাজ চলবে। আমাদের টিকাদান কর্মসূচি অব্যাহত থাকবে। যতদ্রুত সম্ভব টিকা দেওয়া হবে।’
ডা. দীপু মনি বলেন, আমরা বাধ্য হয়েই এ সিদ্ধান্তটা নিয়েছি। স্বাস্থ্যবিধি প্রত্যেকে মানলে এই অবস্থা হতো না। আমরা পরিস্থিতি সার্বক্ষণিক নজরে রাখছি, যখনই উন্নতি হবে তখনই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে।
এর আগে সকালে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেয় মন্ত্রিপরিষদ বিভাগ। এই নির্দেশনা ২১ জানুয়ারি থেকেই কার্যকর হবে এবং ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বহাল থাকবে। এছাড়া আরো চারটি নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।